সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে ২ মহাসড়ক অবরোধ
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার নির্বাচন কমিশনের (ইসি) সিন্ধান্তের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে সড়ক দুইটিতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে শুরু করেন তারা। সকাল সাড়ে ১১টায়ে এই প্রতিবেদন লেখার সময় আন্দোলন চলছিল।
আরো পড়ুন: গাজীপুরে বাড়ল ১ আসন, কমল বাগেরহাটে
স্থানীয়দের দাবি, ইসির সিদ্ধান্ত অযৌক্তিক এবং তাদের স্বার্থের পরিপন্থি। তারা অবিলম্বে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনার আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আলগী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমান ইসির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “আমাদের ভোটাধিকার এবং ঐতিহ্যকে অবজ্ঞা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যত নিয়ে আমরা শঙ্কিত। আমরা আমাদের অধিকার ফিরে পেতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।”
হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোকন বলেন, “ইসির সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় জনগণ বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা দৃঢ়ভাবে আমাদের দাবি জানাচ্ছি। দাবি পূরণ না হলে এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে।”
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, “আমি আপনাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি, যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবিগুলো তুলে ধরব এবং সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “বিক্ষুব্ধ জনতা মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। প্রায় তিন ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।”
ঢাকা/তামিম/মাসুদ