ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে মুন্নি হত্যারহস্য উন্মোচন, প্রেমিক গ্রেপ্তার 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৫  
নড়াইলে মুন্নি হত্যারহস্য উন্মোচন, প্রেমিক গ্রেপ্তার 

নড়াইলের নড়াগাতিতে মুন্নি খানম হত্যারহস্য উন্মোচন করে তার প্রেমিক সোহেল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সোহেল সরদারকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সে নড়াগাতি থানার ডুমুরিয়া পশ্চিমপাড়ার সামাদ সরদারে ছেলে। ওইদিন নিহত মুন্নির মা বাদী হয়ে নড়াগাতি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরের পক্ষ থেকে এ সব তথ্য জানানো হয়। 

পিবিআই যশোর জানায়, নড়াগাতির শিমুল মিয়ার মেয়ে মুন্নির সঙ্গে খুলনা জেলার তেরখাদা থানার হৃদয় ফকিরের বিয়ে হয়। গত ২৯ আগস্ট মুন্নি বাবার বাড়িতে বেড়াতে আসে। ওই দিনই সে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর তাকে পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজন থানায় জিডি করে। পরে ২ সেপ্টেম্বর দক্ষিণ নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পরিত্যাক্ত পুকুর থেকে মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ। 

এরপর পুলিশ হত্যারহস্য উন্মোচনে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পিবিআই যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিন শুক্রবার (৫সেপ্টেম্বর) সকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছে মুন্নির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মুন্নি বাড়িতে এলে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে প্রেমের টানে তারা নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে দেখা করে। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হলে সোহেল মুন্নিকে হত্যা করে ডোবায় কচুরিপানার মধ্যে ফেলে দেয়। 

ঢাকা/শরিফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়