ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় আসামি ৩৫০০

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৫
নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় আসামি ৩৫০০

কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে নুরাল পাগলার দেহ

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার নূরুল হক ওরফে নুরাল পাগলের বাড়িতে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদ ম‌হিউদ্দিন আনসার ক্লাবে জ‌ড়ো হয়ে বি‌ক্ষোভ ক‌রে তৌহিদী জনতা। সেসময় উপ‌জেলা নির্বাহী অফিসারের গা‌ড়ি এবং পু‌লি‌শের দুটি গা‌ড়ি ভাঙচুর ক‌রে তারা।

পরে উত্তেজিত জনতা নুরাল পাগ‌লার বাড়ি ও দরবা‌রের গেট ভেঙে ভেত‌রে প্রবেশ ক‌রে ভবন ও দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসং‌যোগ করে। সেসময় তারা নুরুল হক ওর‌ফে নুরাল পাগ‌লার মর‌দেহ কবর থে‌কে তু‌লে ঢাকা-খুলনা মহাসড়‌কের পদ্মার মোড় এলাকায় নি‌য়ে পু‌ড়ি‌য়ে দেয়। প‌রে সেনাবা‌হিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা আহত‌দের উদ্ধার ক‌রে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌মপ্লেক্স হাসপাতা‌লে পাঠা‌য়। এ ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঢাকা/রবিউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়