ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে বাস খালে পড়ে ৫ জনের মৃত্যু

ব্রিজ ভেঙে পানিতে পড়ে যাওয়া বাস

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে যান। তবে দুর্ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছেনি ডুবুরি দল। এ কারণে পানির নিচে আর কেউ আটকে আছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে দেরিতে উদ্ধারকাজ শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই প্রাণহানি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, “এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছি। উদ্ধার অভিযান চলছে।”

ঢাকা/জাহাঙ্গীর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়