ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে জশনে জুলুসে ভিড়ের চাপে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:১০, ৮ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামে জশনে জুলুসে ভিড়ের চাপে নিহত ২

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসের মধ্যে ভিড় ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মুরাদপুর এলাকা থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভিড়ের চাপে প্রচণ্ড গরমের কারণে ওই দুই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন তাদের হাসপাতালে নেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে দুই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ঈদের মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে এই জশনে জুলুসে সম্পন্ন হয়। তবে তার মধ্যে ভিড় ও গরমের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। 

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়