জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে ব্যর্থতার পুনরাবৃত্তি: নায়েবে আমির
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
পিআর ইস্যুতে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, “জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে। আর যারা জুলাই সনদ মানবে না, তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিম প্রমুখ।
ঢাকা/রুবেল/এস