ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলাকারীরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৫
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলাকারীরা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন-পিয়াসসহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার।’’

শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমার বাড়ি মুন্সীগঞ্জে। আমি এই নৌ ডাকাত গ্রুপ সম্পর্কে আগে থেকে অবগত। তাদের হাতে থানা থেকে লুট করা অস্ত্র থাকতে পারে, সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। অস্থায়ী ভিত্তিতে এই ক্যাম্পটি চালু হয়েছে, আমি আজ আসলাম তা ঘুরে দেখার জন্য। ক্যাম্পটি স্থায়ী করার জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি আমরা।’’

এর আগে, গত ২২ আগস্ট উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। ২৫ আগস্ট অস্থায়ী ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশকে লক্ষ করে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা।

বিষয়টি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত নৌ ডাকাত বাহিনীটির প্রধান নয়নের বড় ভাই রিপনসহ ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়