ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পিআর পদ্ধতি হলে ডিসেম্বরেই জামায়াত নির্বাচন করতে প্রস্তুত’

নীলফামারী প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:০৮, ৬ সেপ্টেম্বর ২০২৫
‘পিআর পদ্ধতি হলে ডিসেম্বরেই জামায়াত নির্বাচন করতে প্রস্তুত’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাহলে ডিসেম্বরে হলেও জামায়াত নির্বাচন করতে প্রস্তুত আছে। 

নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা কার্যালয়ে নীলফামারী সদর আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এ কথা বলেন। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘নির্বাচনী কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার মেসেজ দিতে হবে। আমাদের প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আবেদন পেশ করতে হবে। এ ক্ষেত্রে আমাদের নির্বিঘ্নে ও সর্বাত্মকভাবে কাজ করতে হবে।’’ 

দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

ঢাকা/সিথুন

সর্বশেষ

পাঠকপ্রিয়