ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক বিক্রেতার ‘সহযোগী’ হিসেবে যুবলীগ নেতাকে গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৫
মাদক বিক্রেতার ‘সহযোগী’ হিসেবে যুবলীগ নেতাকে গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার মাদক কারবারীসহ যুবলীগ নেতা শামিম মিয়া (কালো পোশাক)

মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের সময় তার পক্ষাবলম্বন করায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও তিনজন মাদক কারবারীকে ১৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, ইউপি সদস্য শামিম মিয়া মাদক ব্যবসায়ীর পক্ষালম্বন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন- গৌরনদী উপজেলা সদরের বাসিন্দা শাহ আলম বেপারী ছেলে জহিরুল ইসলাম (৩৩), কামাল হোসেন ছেলে তপু তালুকদার (৩১) ও আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা মাজেদ মিয়া ছেলে শাহ আলম মিয়া (৩৫)।

ওসি জানান, অভিযানে ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানা এসআই মিলটন মন্ডল বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এজাহারে জানা গেছে, মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজিরহাট বাজারের জলিল মোল্লার চায়ের দোকানের সামনে পুলিশের চেক পোস্ট বসে। সেসময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। ওই মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলামের প্যান্টের পকেট থেকে পঞ্চাশ পিস ও তপু তালুকদারের কাছ থেকে পনের পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়ার কাছ থেকে তারা ইয়াবা ট্যাবলেটগুলো ক্রয় করেছেন। সে অনুযায়ী পুলিশ খাজুরিয়া গ্রামের শাহ আলম মিয়াকে আটক করে তার ঘরে তল্লাশী চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ অভিযানের আগে থানা পুলিশ স্থানীয় ইউপি সদস্য শামিম মিয়াকে মাদক উদ্ধারের জন্য তল্লাশীর কাজে সহায়তার জন্য ডাকে। সেসময় আসামি শাহ আলম মিয়ার পক্ষাবলম্বন করে তাকে গ্রেপ্তারের বিরোধীতা করেন শামিম। এ কারণে মাদক বিক্রেতাদের সহযোগী হিসেবে পুলিশ শামিম মিয়াকেও গ্রেপ্তার করে।

ঢাকা/পলাশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়