ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু পদ্মা সেতুতে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫
স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু পদ্মা সেতুতে

পদ্মা সেতুতে টোল আদায়ে চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা

পদ্মা সেতুতে টোল আদায়ে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এটি ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা নামে পরিচিত। ফলে এখন থেকে টোল গেটের সামনে লাইন ধরার প্রয়োজন হবে না। গাড়ি চলন্ত অবস্থাতেই স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে টোল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে লাইভ পাইলটিং আকারে এই সিস্টেম চালু হয়েছে। নির্ধারিত ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে।

আরো পড়ুন:

রবিবার (১৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পদ্ধতি চালুর মাধ্যমে বাংলাদেশে টোল আদায় ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

পদ্মা সেতুর সাইড ইঞ্জিনিয়ার আবু সাইদ জানান, ইটিসি সেবায় অংশ নিতে প্রথমে ব্যবহারকারীদের ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপ-এ গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও টাকা রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত বুথে গিয়ে শুধু প্রথমবারের মতো আরএফআইডি (RFID) ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন শেষ করতে হবে। একবার প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়িটি যেকোনো সময় নির্ধারিত লেন ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার হতে পারবে।

তিনি আরো জানান, ভবিষ্যতে আসছে আরওফাইন্যান্সিয়াল অ্যাপ প্রথম ধাপে শুধু টেপ অ্যাপের মাধ্যমে সেবা নেওয়া গেলেও শিগগিরই অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও যুক্ত হবে।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের সাড়ে তিন বছর পর এ অত্যাধুনিক ইটিসি সিস্টেম চালু হলো।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়