ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি

বন রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদকে বরখাস্তের নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫  
বন রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদকে বরখাস্তের নির্দেশ

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সেগুন গাছ কেটে পাচারের তথ্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করতে নির্দেশ দিয়েছে বন মন্ত্রণালয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

সম্প্রতি বন অধিশাখা-১-এর উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত চিঠিতে বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান বন সংরক্ষককে এ নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

চিঠিতে উল্লেখ করা হয়, গাছ কাটা নিয়ে তথ্য সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকের সঙ্গে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দাপ্তরিক পরিবেশ বিঘ্নিত হয়। 

এতে আরো উল্লেখ করা হয়, রেঞ্জ কর্মকর্তা নিয়মিত হোটেলে সাংবাদিকসহ অন্যদের খাবারের বিল পরিশোধ করেন বলে গত ৩১ আগস্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের কাছে স্বীকার করেছেন। তার এ আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর পরিপন্থি।  

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়