ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫
উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকায় রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে ওই হাতির মৃত্যু হয়। বন বিভাগের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে বিদ্যুতের ফাঁদ পাতানো হয়েছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটির সৎকার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়