ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৫
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ মাছ দুটি পিকআপ ভ্যানে করে ত্রিপুরার আগরতলায় পাঠানো হয়।

এ চালানটি রপ্তানি করেছে যশোরের বেনাপোলের প্রতিষ্ঠান মাহতাব অ্যান্ড সন্স। আমদানিকারক হলেন— আগরতলার পরিতোষ বিশ্বাস।

আখাউড়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে শর্তসাপেক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, ৫৩টি বক্সে করে দুটি পিকআপে ১ হাজার ১৯২ কেজি ইলিশ পাঠানো হয়েছে। আজ বিকেলে আরো কিছু ইলিশ রপ্তানি করার কথা রয়েছে।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়