মহাসড়কে ডাকাতের হামলায় যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ হামালায় আরো ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ডাকাতরা মহাসড়কে রশি দিয়ে মোটরসাইকেল আটকায়। এ সময় ডাকাতরা হামলা চালালে ঘটনাস্থলেই মাহমুদুল হক নিহত হন। তিনি উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।
আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। মাহমুদুল হকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি।
ঢাকা/তারেকুর/রফিক