বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে ফারিয়া নামে এক শিশুর (৩) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাছের খাল সংলগ্ন হোগলাপাশা আবাসনে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা জসীম মিয়া বলেন, ‘‘দুপুরের খাবার খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে দেখি ফারিয়া নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘড়ের সামনের পুকুরে ফারিয়ার ভাসমান মরদেহ দেখতে পাই।’’
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/ইমরান/রাজীব