ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বিমান বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫  
রাজশাহীতে বিমান বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আজহার উদ্দিন

রাজশাহীতে বিমান বাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজাহার আলী নামের এক ব্যক্তি রাজশাহী নগরের ষষ্ঠীতলা এলাকায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। তার বাড়ি বাগমারা উপজেলার ফুলপুর গ্রামে।

অভিযুক্ত ব্যক্তির নাম আয়েন উদ্দিন। তিনি বিমান বাহিনীর একজন মাস্টার ওয়ারেন্ট অফিসার। তার বাড়িও বাগমারা উপজেলার ফুলপুর গ্রামে। দুপক্ষের মধ্যে বিরোধপূর্ণ ৩ শতক ভিটা জমি নিয়ে আদালতে মামলাও চলমান।

এরইমধ্যে আয়েন উদ্দিন জমি নিজের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আজাহার আলী। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছেলে মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আজাহার উদ্দিন বলেন, “তার বাবা চেরু প্রামাণিক ১৯৭৩ সালে নরদাশ মৌজায় সাড়ে ১৬ শতক জমি কেনেন। পরবর্তীতে ২০০১ সালে চেরু প্রামাণিক তার নাতি মাহফুজুর রহমানকে সাড়ে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এই জমি তাদের ভোগদখলেই আছে। কিন্তু আয়েন উদ্দিন এখন এই জমির মধ্যে থেকে ৩ শতকের মালিকানা দাবি করছেন। এ জন্য তিনি গাছ উপড়ে ফেলে, খুঁটি ভেঙে ও প্রাচীর ভাঙচুর করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছেন। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিলেও তিনি আইন ও প্রমাণ উপেক্ষা করে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন।”

আজাহার উদ্দিন বলেন, ‘‘বিষয়টি আদালতে যাওয়ার পর আমরা আমাদের বৈধ দখল ফিরে পাই এবং আদালতের রায়ও আমাদের পক্ষে আসে। এমনকি সেনাবাহিনী ক্যাম্পে কাগজপত্র যাচাইয়ের পর সেনাবাহিনীও আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু বিবাদী আয়েন উদ্দিন একজন বিমান বাহিনীর চাকরিজীবী হওয়ায় তার প্রভাব খাটিয়ে নিয়মিত আমাদের হুমকি ও মানসিক নির্যাতন চালাচ্ছেন। এরই মধ্যে গত ৬ সেপ্টেম্বর তিনি রাতের আঁধারে প্রায় ২৫টি গাছ উপড়ে ফেলেছেন। ১৬ সেপ্টেম্বর ইটের প্রাচীর ভেঙে ফেলেছেন।’’

সংবাদ সম্মেলন থেকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাহিনী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আয়েন উদ্দিন বলেন, ‘‘ওই জমির দলিল আগে এটা ঠিক, কিন্তু মালিকানা আমার। এটা নিয়ে আমি আদালতে খারিজ বাতিলের মামলা করেছি। জমির দখল আমারই আছে, কিন্তু আমি চাকরির জন্য বাইরে থাকি বলে তারা দখলের চেষ্টা করছেন।’’

তিনি বলেন, ‘‘এই জমির মীমাংসায় আমি যে কোনো সময় যে কোনো স্থানে বসতে রাজি আছি। যারা জমির কাগজপত্র বোঝেন তারা কিংবা আইনজীবীও থাকতে পারেন। তারা যে রায় দেবেন, আমি মেনে নেব। আমি জমি না পেলেও সমস্যা নেই। সমাধান হোক।’’

ঢাকা/কেয়া

সর্বশেষ

পাঠকপ্রিয়