ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোয়াংছড়িতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৫  
রোয়াংছড়িতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তার রাজন্ত তঞ্চংগ্যা

বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় রাজন্ত তঞ্চংগ্যা (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জেলা পুলিশ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অমন্ত সেন শেষবারের মতো রোয়াংছড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত খোঁজ না পেয়ে তার পরিবার থানায় খবর দেয়। ১৫ সেপ্টেম্বর সকালে নাতিং ঝিরি এলাকায় বাঁশঝাড়ের নিচ থেকে অমন্ত সেনের ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন, রক্তমাখা বাঁশের কঞ্চি এবং ভাঙা গাছের টুকরো উদ্ধার করে পুলিশ। এর পরদিন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান পৌর এলাকার সাঙ্গু নদীর তীরে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, রোয়াংছড়ি থানার অভিযানিক দল আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, পাওনা টাকা আদায়ের বিষয়ে তর্কের একপর্যায় তিনি অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে হত্যা করেন এবং লাশ নদীতে ফেলে দেন। রোয়াংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/চাইমং/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়