ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫
সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটের পর্যটন এলাকা সাদাপাথর

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরনের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে মাইকিং করে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। 

তিনি জানান, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুট করছিল দুর্বৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশান নতুন এ নির্দেশনা জারি করেছে। এর আগে সাদাপাথর লুটের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। প্রশাসন কঠোর অবস্থান নেয়। সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকা/নূর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়