ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:১২, ২০ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুরে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরের আলোচিত রাকিব হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২০ সেপ্টেম্বর) র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড ও নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) ও কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

নিহত রাকিব একই উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারে একটি ব্যাংকের বুথের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা রাকিবকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের মা পারুল আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে শিবচর থানায় মামলা করেছেন। সেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারদের সঙ্গে রাকিবদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৬ মে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ মারা যান। সেই মামলায় জেল খেটে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসেছিলেন রাকিব।

ঢাকা/বেলাল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়