চাকরি ফেরতের আশায় এক বছর ধরে কারখানার সামনে নজরুল
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার সামনে অপেক্ষা করলেও মিলছে না চাকরি ফেরত পাওয়ার নিশ্চয়তা
চাকরি ফেরত পাওয়ার আশায় এক বছর ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এক কারখানার ফটকে অবস্থান করছেন নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার সামনে অপেক্ষা করলেও মিলছে না চাকরি ফেরত পাওয়ার নিশ্চয়তা। পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। নজরুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সুরিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও কারখানার নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, নজরুল ইসলাম গাজীপুরের সফিপুর রঙ্গারটেক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। সফিপুর পশ্চিম পাড়ার মাহমুদ ডেনিম কারখানার উইভিং সেকশনে উৎপাদন কর্মকর্তা হিসেবে চাকরি করতেন তিনি। প্রায় এক বছর আগে কারখানায় ঝামেলা সৃষ্টি হলে অনেক শ্রমিকের সঙ্গে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়। বার বার কারখানায় যোগাযোগ করলেও তাকে আর চাকরিতে ফেরত নেওয়া হয়নি। এরপর থেকেই তিনি চাকরি ফিরে পেতে প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে কারখানার সামনে একটি আমগাছের নিচে দাঁড়িয়ে থাকেন। দুপুরে এক ঘণ্টার জন্য বাড়িতে যান। দুপুরের খাবার খেয়ে আবার কারখানার সামনে অবস্থান নেন। কারখানা যখন ছুটি হয়, তখন আবার বাড়িতে ফিরে যান।
সম্প্রতি নজরুল ইসলামের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, এক বছর আগে থেকে বিনা কারণে আমাকে কারখানায় যেতে দিচ্ছে না। আমার চাকরিও যায়নি। কেন আমাকে তারা কারখানায় যেতে দিচ্ছে না? এর প্রতিবাদে আমি অবস্থান ধর্মঘট পালন করছি। যতদিন চাকরিতে যোগ দিতে দেবে না, ততদিন এভাবেই প্রতিবাদ জানাব।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, নজরুল ইসলাম আগে মাহমুদ ডেনিম কারখানায় চাকরি করতেন। তিনি চাকরি ফিরে পাওয়ার জন্য প্রতিদিন কারখানার সামনে দাঁড়িয়ে থাকছেন।
সফিপুর বাজারের ব্যবসায়ী ফিরোজ আল মামুন বলেন, এক বছর ধরে তিনি চাকরি ফিরে পেতে এভাবেই প্রতিবাদ জানিয়ে আসছেন। তাকে চাকরি ফিরিয়ে দেওয়া উচিত।
এ বিষয়ে জানতে মাহমুদ ডেনিম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কারখানার নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, এ বিষয়ে কোনো কথা না বলার নির্দেশনা আছে৷
ঢাকা/রেজাউল/রফিক