ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৫
সুন্দরবনে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকায় ভ্রমণরত অবস্থায় পর্যটন জাহাজ এমভি আলাস্কায় এক বিদেশি নারী পর্যটক মারা গিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বন বিভাগ জানায়, আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) সকালে নাস্তা শেষে কেবিনে বিশ্রাম নিতে যান। কিছুক্ষণ পর জাহাজের এক কর্মী কফি নিয়ে তার কেবিনে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে জাহাজে থাকা চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার বাংলাদেশি স্বামীও জাহাজে ছিলেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ‘‘শুক্রবার ৭৫ জন যাত্রী নিয়ে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা দেয় জাহাজ এমভি আলাস্কা। এর মধ্যে, কারমেল নোইলিনই ছিলেন একমাত্র বিদেশি পর্যটক। মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থলে যায়।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়