ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তর্বর্তী সরকারকে জনগণের মনের ভাষা বুজতে হবে: গয়েশ্বর রায়

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২০ সেপ্টেম্বর ২০২৫  
অন্তর্বর্তী সরকারকে জনগণের মনের ভাষা বুজতে হবে: গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘অন্তর্বর্তী সরকারকে জনগণের মনের ভাষা বুজতে হবে। জনগণ কী চায়? জনগণ চায়, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে।’’

শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার তেগুড়িয়া উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ‘‘নারীদের ঘরে আটকে রেখে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। যে নারী ঘরে রান্নাবান্না করত, আজ সে সেনাবাহিনীর পোশাক পড়ে সীমান্ত পাহারা দিচ্ছে। নারী-পুরুষ সমান অধিকার। এই অধিকার এনে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’’

প্রধান বক্তার বক্তব্যে জাতীয়তাবাদী মহিলার দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া নারীদের দাসত্ব মুক্ত করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন।’’

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা খন্দকার ও সাংগঠনিক সম্পাদিকা নার্গিস হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী রাশেদা বেগম, আয়েশা বেগম প্রমুখ।

ঢাকা/শিপন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়