নীলফামারীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডিমলা উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে নেতাকর্মীরা পদত্যাগের ঘোষণা দেন।
গণঅধিকার পরিষদের জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন নীলফামারীর ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতাকর্মী। তারা সকলে দল থেকে পদত্যাগ করেছেন।
ঢাকা/সিথুন/বকুল