ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় চাঁদাবাজ সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৫
খুলনায় চাঁদাবাজ সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ফাইল ফটো

খুলনার ফুলতলায় চাঁদাবাজ সন্দেহে গণপিটুনিতে আলম মোল্যা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার জামিরা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলম মোল্যা জেলার ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যার বাড়িতে ৪-৫ জন মুখোশধারী গিয়ে চাঁদা দাবি করে। নির্ধারিত সময়ে চাঁদা না দিলে হুমায়ুন কবিরকে জীবননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরপরই বাজারের ব্যবসায়ীরা একজোট হয়ে চাঁদাবাজ সন্দেহে আলম মোল্যাকে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, ‘‘খবর পেয়ে ইউএনও তাসনীম জাহান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়