ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ১২ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৫  
বরগুনায় ১২ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় গত ১২ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো চারজন রোগী মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৫১ জনের।

সিভিল সার্জন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন এবং খুলনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

আরো পড়ুন:

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের সুজন ঢালীর মেয়ে শুল্কা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা গ্রামের নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) ও সদর ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নূরজাহান বেগম (৭৫)।

জেলা সিভিল সার্জন আবু ফাত্তাহ বলেন, ‘‘ডেঙ্গু আক্রান্ত রোগী ও পরিবারের অবহেলা রোগীকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা অথবা উন্নত চিকিৎসা করাতে পারলে মৃত্যুর সংখ্যা বাড়ত না।’’

তিনি আরো বলেন, গত কয়েকদিনের বৃষ্টি শেষে এখন প্রখর রোদের কারণে এডিস মশা বংশ বিস্তার করেছে। এ সময় সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৯২৪ জনের।

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়