ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রাখতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৫
আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রাখতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘আগামী নির্বাচনের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে ধানের শীষ প্রতীক আমরা উঁচিয়ে ধরব তারেক রহমানের নেতৃত্বে।’’

তিনি বলেন, ‘‘নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রত্যেক ঘরে যেতে হবে। সব প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে আমাদের মা-বোনদের কাছে, যারা বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন। এটা তারেক রহমানের সিদ্ধান্ত।’’

শনিবার (২০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, ‘‘আজ আমরা সবাই এক মঞ্চে একত্রিত হয়েছি। রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন গড়তে পেরেছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই।’’

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

ঢাকা/লিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়