ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:১০, ২১ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি।

আরো পড়ুন:

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী ষ্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর সেটির ইঞ্জিন নিয়ে পারাবত ট্রেনকে ফেরত আনা হবে। এজন্য সময় লাগতে পারে ২-৩ ঘন্টা।  

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই, দুইটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে, এই কাজ করতে মেকানিক্যাল লোকবল প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়