ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:২০, ২১ সেপ্টেম্বর ২০২৫
খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনী উচ্ছেদ অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘিরে রাখেন স্থানীয়রা

‎খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনী উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। পুলিশ বলছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আজ সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু করে গৃহায়ণ কর্তৃপক্ষ। শুরু থেকেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষের শুরু হয়। স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভাঙচুর করা হয়।

পুলিশ জানায়, মুজগুন্নির বাস্তুহারার ২ একর জায়গায় বাস করছেন প্রায় ২০০ পরিবার। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করেন। ৩৫ বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি সেখানকার ৪২জন প্লট মালিক।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, “জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতার জন্য যাই। এ সময় অবৈধ দখলদারদের সরাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাদের হামলায় আমিসহ ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়