হাবিপ্রবিতে ঘুষের অভিযোগে দুদকের অভিযান
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাবিপ্রবিতে ঘুষ সংক্রান্ত অডিও রেকর্ড ফাঁস ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঘুষ সংক্রান্ত অডিও রেকর্ড ফাঁস ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ইসমাইল হোসেন বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের সাজসজ্জার কাজের কার্যাদেশ প্রদানে অনিয়ম, ঘুষ দাবি ও নানা অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। আমরা প্রথমে উপাচার্য ও পরে রেজিস্ট্রারের কাছে নথিপত্র চাই। প্রকৌশল অধিদপ্তর থেকে কিছু নথি পেয়েছি। বাকি নথিপত্র বিকেলের মধ্যে সরবরাহ করা হবে। এগুলো পর্যালোচনা করে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি-না তা যাচাই করা হবে।’’
তিনি আরো বলেন, ‘‘ফাঁস হওয়া ঘুষ সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ড পরীক্ষা করে সত্যতা যাচাই করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের কাগজপত্রও সংগ্রহ করা হবে। অনিয়মের প্রমাণ মিললে কমিশনকে জানানো হবে এবং কমিশন আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজের ইন্টেরিয়র কাজের আরএফকিউ টেন্ডারকে ঘিরে ভিসি অধ্যাপক ড. মো. এনামউল্লাহ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে অডিও রেকর্ড ফাঁস হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করে দুদক।
ঢাকা/মোসলেম/বকুল