ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরামপুর সীমান্তে বেড়া নির্মাণ, আতঙ্কে এলাকাবাসী 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৬:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫
বিরামপুর সীমান্তে বেড়া নির্মাণ, আতঙ্কে এলাকাবাসী 

দিনাজপুরের বিরামপুর সীমান্তের জিরো পয়েন্টে রাতের আঁধারে বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তবর্তী বাংলাদেশিরা। 

রবিবার (২১ সেপ্টম্বর) দিবাগত গভীর রাতে বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তে বাঁশ দিয়ে এ বেড়া নির্মাণ করা হয়।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলী সরকার জানিয়েছেন, বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১/২৯ নম্বর সাব-সীমানা পিলার থেকে ভারতের ১০ গজ ভিতরে বিএসএফ সদস্যরা বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে। তারা আধা কিলোমিটার লম্বা বেড়া দিয়েছে।

তিনি বলেন, রাতের আঁধারে এই বেড়া নির্মাণ করায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিজিবির অবহেলার কারণে বিএসএফ বেড়া নির্মাণ করার সাহস দেখিয়েছে। 

এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেছেন, বিএসএফ নয়, ভারত সীমান্তের কৃষকরা জমির ধান রক্ষায় গভীর রাতে বেড়া নির্মাণ করেছে। বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আজ বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে বেড়া অপসারণ করা হবে।

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়