কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার সব্দলহাট এলাকার শামসুউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন মারা যান। পরে বিষয়টি হালসা স্টেশন মাস্টারকে জানানো হয়।
পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘‘হালসা স্টেশন মাস্টার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাইয়ের পর তার পরিচয় জানা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব