ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় আদালত চত্বর থেকে জোড়া খুনের আসামির পলায়ন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৫
বগুড়ায় আদালত চত্বর থেকে জোড়া খুনের আসামির পলায়ন

বগুড়ার আদালতের হাজতখানার সামনে থেকে রফিকুল ইসলাম (৪০) নামে জোড়া খুনের মামলার আসামি পালিয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়া চিফ জুডিশিয়াল আদালতের হাজতখানার সামনে থেকে তিনি পালিয়ে যান।

পলাতক আসামি রফিকুলের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া এলাকায়। গত ৯ জুলাই দুপচাঁচিয়ার লখিমণ্ডপ গ্রামে গৃহবধূ ও তার শ্বশুর খুনের মামলার আসামি তিনি। পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন:

জেলা পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘‘আসামিকে গ্রেপ্তারে আমরা চেষ্টা চালাচ্ছি।’’

বিকেলে রফিকুলকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করার জন্য আদালতের হাজতখানায় নেওয়া হয়। এরপর তাকে আদালতে নেওয়ার সময় হাতকড়া কৌশলে খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান।  
 

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়