ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে সবজি-নিত্য পণ্যের বাজার স্থিতিশীল

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
ধামরাইয়ে সবজি-নিত্য পণ্যের বাজার স্থিতিশীল

ধামরাই বাজারের বিভিন্ন পণ্য

ঢাকার ধামরাইয়ে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। কোনো কোনো সবজির দাম কিছু্টা হেরফের হলেও মশলা, চাল ও মাছ-মাংসের দাম গত সপ্তাহের মতো একই রয়েছে। 

যদিও দাম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। তবে বিক্রেতারা বলছেন, প্রায় মাস খানেক আগে নিত্যপণ্যের দাম যে বৃদ্ধি পেয়েছিল, তারপর সেই বাড়তি দামই রয়েছে। এজন্য সরবরাহ আরো বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। 

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ২৯ জাতের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে, চিনিগুড়া চাল ১৩০-১৪০ টাকা দরে, আটা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা প্রতি কেজি প্যাকেট আর খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতি কেজি দরে। সবগুলোর দামই গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। 

মসুর ডাল (মোটা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে, মুগ ডাল ১৬০-১৭০ টাকা প্রতি কেজি, খেসারির ডাল ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা দরে।

মসলা ও সবজির বাজারে আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে, গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কমেছে। রসুনের দাম অপরিবর্তিত রয়েছে, বিক্রি হচ্ছে ১২০ টাকা প্রতি দরে। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, কাঁচা মরিচ ১৮০ টাকা কেজি, আলু ২০-২২ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। 

সবজির বাজারে মুলা শাক ১৫ টাকা আঁটি, পুঁইশাক ৩০ টাকা আঁটি, ডাটা শাক ৩০ টাকা আঁটি, করলা ৮০-১০০ টাকা, কচু ৩০ টাকা কেজি, টমেটো ১০০-১২০ টাকা এবং শসা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা প্রতি লিটার আর সরিষার তেল ২৪০-২৫০ টাকা করে। এগুলোর দামও গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। মাছ মাংসের বাজারেও গত সপ্তাহের তুলনায় দাম স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা।

তবে দাম স্থিতিশীল থাকলেও একে অসহনশীল বলে অভিযোগ করেন ভোক্তারা। দাম কমাতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তারা।

ঢাকা/সাব্বির/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়