ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, যশোর                   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
বেনাপোলে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

যশোরের বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়। বেনাপোল বাইপাস সড়ক থেকে  মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশির জন্য থামানো হয়। ওই ট্রাকে অবৈধ মালামাল আছে, সন্দেহ হলে ট্রাকটি বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। ট্রাক তল্লাশি করে এর ভিতর থেকে ভারতীয় শাড়ি ১ হাজার ৪৭৬টি, থ্রি পিস ২১৫টি, মোটরসাইকেলের টায়ার ২টি, বিভিন্ন প্রকার ওষুধ ১০ হাজার ৬৯৩টি এবং ৭৪ হাজার ৪৫৫টি বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় এগুলো জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক দাম ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা। কার্গো ট্রাকটিও জব্দ করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও তার সহকারী জানিয়েছেন, বেনাপোলের নামাজ গ্রামের মো. বিল্লালের সঙ্গে ২০ হাজার টাকা চুক্তিতে এসব মালামাল বেনাপোল থেকে ঢাকার মিরপুনে নেওয়া হচ্ছিল। জব্দ করা মালামালসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাগজপত্রবিহীন মালামাল বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ ধরনের তথ্যের ভিত্তিতে বেনাপোল বাইপাস সড়কের ওপর থেকে একটি ট্রাক আটক করা হয়। সেই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ওষুধ, বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে। 

ঢাকা/রিটন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়