ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালত থেকে খুনের আসামির পলায়ন, ৬ পুলিশ প্রত্যাহার 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫
আদালত থেকে খুনের আসামির পলায়ন, ৬ পুলিশ প্রত্যাহার 

বগুড়া জজ আদালতের হাজতখানা থেকে রফিকুল ইসলাম নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রফিকুল ইসলাম জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

যাদেরকে প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন—আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

আসামি পলায়নের ঘটনায় আদালতের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে আসামি রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়