নেত্রকোনায় হত্যা মামলা তুলে নিতে হুমকি, নিহতের স্বজনদের বিক্ষোভ
নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোনা শহরে মঙ্গলবার মানববন্ধন করেন নিহত নূর মোহাম্মদের স্বজনরা
নেত্রকোনায় কৃষক নূর মোহাম্মদ হত্যা মামলার আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও তার স্বজনরা।
এ বিষয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের বাবা মোফাজ্জল।
দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিহতের স্বজনরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত ৩০ আগস্ট প্রতিপক্ষের হামলায় মারা যান নেত্রকোনা সদর উপজেলার জামাটি গ্রামের মো. মোফাজ্জলের ছেলে কৃষক নূর মোহাম্মদ (৩৫)।
ওই দিন রাতেই একই বিরোধকে কেন্দ্র করে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে মৌগাতি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিএনপি কর্মী দোজাহান মিয়াও (৫২) প্রতিপক্ষের হামলায় নিহত হন।
পরদিন নূর মোহাম্মদ হত্যার ঘটনায় তার বাবা ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নূর মোহাম্মদের বাবা মোফাজ্জল জানিয়েছেন, আসামিপক্ষের লোকজন বারবার মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে পরিবারের সবাই আতঙ্কে আছেন।
নূর মোহাম্মদের চাচা সাইফুল ইসলাম বলেছেন, ১৭ আসামির মধ্যে মাত্র দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তবে মামলার দুই আসামি দাবি করেছেন, হত্যাকাণ্ডের সময় তারা উপস্থিত ছিলেন না এবং বাদীপক্ষকে কোনো হুমকি দেননি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেছেন, নূর মোহাম্মদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। বাদীকে হুমকি দেওয়ার বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবাদ/রফিক