ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে তেলের লাইনে অগ্নিকাণ্ড, আহত ২

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫
মৌলভীবাজারে তেলের লাইনে অগ্নিকাণ্ড, আহত ২

তেলের লাইন লিক হয়ে তাতে আগুন ধরে যায়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পেট্রো বাংলার তেলের লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক কিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশের খালে মাছ ভেসে উঠলে তা মাছ ধরতে গিয়ে পিতা-পুত্র অগ্নিদগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পাইপ লিক হয়ে তেল পড়া শুরু হয়, সন্ধ্যার দিকে তাতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইন্সপেক্টর সুলেমান আহমেদ জানান, শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের শাসন কদমতলা এলাকায় পেট্রো বাংলার তেলের লাইনে লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন ভূনবীর এলাকার বশির মিয়া (৫০) ও তার ছেলে রেদওয়ান (২৪)। তাদেরকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুলেমান আহমেদ জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা পেট্রো বাংলা নিয়ন্ত্রণাধীন তেলের পাইপলাইন সিলেটের হরিপুর হতে রশিদপুর দিয়ে মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে। বিকাল ৩টার দিকে পাইপ লাইন থেকে তেল লিক হতে দেখেন এলাকাবাসী। তারা দায়িত্বরত পাহারাদারকে খবর দিলে তারা দুটি পয়েন্ট থেকে তেল বেরিয়ে আসতে দেখেন। তেল বন্ধ করতে পাহারাদার লক টানেন, তবে ততক্ষণে প্রচুর পরিমাণ তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় হঠাৎ তেলের লাইনে আগুন ধরে গেলে প্রায় এক কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, “রাত ৯টায় খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পেট্রো বাংলা কোম্পানি কর্তৃপক্ষ দেখবে কতটা ক্ষতি হয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে।”

ঢাকা/আজিজ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়