ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতে বাদীকে মারপিট করায় ২ আসামির কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৫
আদালতে বাদীকে মারপিট করায় ২ আসামির কারাদণ্ড

মামলায় জামিন পাওয়ার পর মুন্সীগঞ্জের আদালত প্রাঙ্গণে ওই মামলার বাদী জাকিয়া আক্তারকে মারপিট করেছেন আসামি রাইসুল ইসলাম ও শাকিলা আক্তার। পরে রাইসুল ইসলামকে তিন দিনের এবং শাকিলা আক্তারকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান তাদেরকে এ দণ্ড দেন।

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত রাইসুল ইসলাম (৩০) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইসমাইলের ছেলে এবং শাকিলা আক্তার (৩২) একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের ইন্দিরা আলীর মেয়ে।

আদালত সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের জগির মিয়ার মেয়ে জাকিয়া আক্তার (২৯) বাদী হয়ে শাকিলা আক্তারসহ পাঁচজনের নামে গজারিয়া আমলি আদালতে মামলা করেন (সিআর মামলা নং ১১৩/২৫)। ওই মামলায় আসামিরা সমন পেয়ে মঙ্গলবার স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাদেরকে জামিন দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাদী জাকিয়া আক্তার আদালত প্রাঙ্গণে গেলে সেখানে আসামি শাকিলা ও রাইসুল ইসলাম তাকে মারপিট করেন। আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা এসে বাদীকে উদ্ধার করেন। শাকিলা ও রাইসুলকে ফের আদালতে নিলে বিচারক মো. আশীকুর রহমান তাদেরকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব বর্মন সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/রতন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়