ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব জাকসু ভিপি জিতুর

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাব জাকসু ভিপি জিতুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি আব্দুর রশিদ জিতু

পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ শতভাগ বোঝে না বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পদ্ধতিতে মানুষ ভোট দিতে চায় কি না, তা জানতে গণভোট আয়োজন করা যেতে পারে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আব্দুর রশিদ জিতু বলেন, “উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতি চালু রয়েছে। আমরা উন্নত দেশগুলোর বিভিন্ন কাঠামো অনুসরণ করার চেষ্টা করেছি, বিশেষ করে শিক্ষা খাতে নানা পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। তাই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা উচিত। জনগণ যদি গণভোটে পিআর পদ্ধতির পক্ষে রায় দেয়, তবে সেটি বাস্তবায়ন করা উচিত।”

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “আমরা আগামীতে এমন রাজনীতি বিনির্মাণ করতে চাই, যেখানে যোগ্যতার ভিত্তিতে কামার ও কুমারের ছেলে-মেয়েরা সুষ্ঠু রাজনীতি করার সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু গণতন্ত্রের চর্চ্চা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়