ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি শহরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখান থেকে সমাবেশকারীরা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেন।

আরো পড়ুন:

উক্যেনু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সুমন চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি ওয়াপাই মারমা।

সমাবেশে বক্তারা জানান, গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গণধর্ষন করা হয়। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে ফেরার পথে কয়েকজন যুবক ওই শিক্ষার্থীকে চেতনানাশক লাগিয়ে অচেতন করে গণধর্ষন করে। খোঁজাখুজির পর রাত ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

খাগড়াছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‍“শয়ন শীল (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে। ভুক্তভোগীরা বাবা বাদী হয়ে তিনজনের নামে মামলা করেছেন।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়