ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহিলা দলের নেত্রী পলির দলীয় পদ স্থগিত

মানিকগঞ্জ প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫  
মহিলা দলের নেত্রী পলির দলীয় পদ স্থগিত

রাহা মাহমুদা পলি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলির দলীয় পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে রাহা মাহমুদা পলির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাহা মাহমুদা পলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে আছে— অন্যের জমি দখল, বালুমহাল দখল, মাদক ব্যবসা এবং প্রতিবেশীর ওপর নির্যাতনের অভিযোগ।

এ বিষয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানিয়েছেন, রাহা মাহমুদা পলির বিরুদ্ধে এসব অভিযোগের কারণে দলের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

তবে, এ বিষয়ে রাহা মাহমুদা পলির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/চন্দন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়