ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগারে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে ইসিকে চিঠি

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৫
কারাগারে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে ইসিকে চিঠি

দেশের সকল কারাগারে ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি। একই দাবিতে জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ইসি বরাবর চিঠি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। 

আরো পড়ুন:

সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন কামালের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘‘প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আরেকটি সিদ্ধান্ত নিতে আবেদন জানাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বাংলাদেশে বিভিন্ন কারাগারে কয়েক লাখ বন্দি (যারা মামলার আসামি হিসেবে কারাবন্দি থাকলেও সাজা হয়নি) কারাগারে থাকবেন। কারাবন্দিরা বিগত দিনে ভোট দেওয়ার সুযোগ পাননি। আমেরিকা, ভারতসহ বিভিন্ন দেশে নির্বাচনের সময় কারাগারে থেকেও ভোট দিতে পারেন। কারাগারে নির্বাচনী বুথ করে তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।’’

এতে আরো উল্লেখ করা হয়েছে, ‘‘কারাবন্দিরা ভোট দিতে পারেন না। যে কারণে ভোটের শতকরা হারও কমে যায়। কারাগারে বুথ করলে অতিরিক্ত আইন-শৃংখলা বাহিনীর দরকার হবে না। ২-৩ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে ভোটগ্রহণ সম্ভব।’’

এই প্রস্তাব গ্রহণযোগ্য মনে হলে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন মনির হোসেন কামাল।

মনির হোসেন কামাল বলেন, ‘‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কারাবন্দিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আমাদের দাবি হচ্ছে, কারাগারে ভোটগ্রহণ করলে লাখ লাখ ভোটার আর বঞ্চিত হবেন না। এতে যেমন ভোটাররা ভোট দিতে পারবেন, তেমনি সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’’
 

ঢাকা/ইমরান/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়