সালিশে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, কৃষক নিহত
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশ বৈঠকে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দাঁতমণ্ডল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আমীর আলী একই গ্রামের মো. রফিজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরাণীগঞ্জে সুজন মিয়ার ব্যাগের কারখানায় গিয়ে এক কর্মচারীকে লাঞ্ছিত করেন সাকিল। এ ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। কিছুদিন পর ঢাকা থেকে দুইজনই নিজ বাড়ি নাসিরনগর আসেন। ঘটনাটি সামাজিকভাবে শেষ করার জন্য বুধবার বিকেলে সালিশে বসেন তারা।
বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এ সময় আমীর আলী আহত হন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ