ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫  
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। ভিসাবিহীন অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করেছে তারা। যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মনিটরিং সেল গঠন করা হয়েছে। 

বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকার ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বস্তির সঙ্গে যাতে সেখানকার বাসিন্দারা পূজা উদযাপন করতে পারেন সে কারণে দিনরাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় মোবাইল পেট্রোল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন:

দুর্গপূজা উপলক্ষে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়াদি অবগত করা হচ্ছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের মাধ্যমে সীমান্তবর্তী ৪৭টি পূজা মণ্ডপে (পদ্মশাখরা এলাকায় ২টি, ভোমরা এলাকায় ১টি, গাজীপুর এলাকায় ৬টি, ঘোনা এলাকায় ৩টি, বাঁকাল এলাকায় ৪টি, বৈকারী এলাকায় ১টি, কুশখালী এলাকায় ৩টি, তলুইগাছা এলাকায় ২টি, কাকডাঙ্গা এলাকায় ৪টি, ঝাউডাঙ্গা এলাকায় ১৫টি, মাদরা এলাকায় ১টি হিজলদী এলাকায় ২টি ও চান্দুরিয়া এলাকায় ১টি) শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, “সর্বোচ্চ নিরাপত্তা এবং সনাতন ধর্মাবলম্বীসহ উৎসবপ্রিয় জনগণ যাতে স্বস্তি ও আস্থার সঙ্গে দুর্গোৎসব পালন করতে পারেন সেজন্য দিনরাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। যে কোন প্রয়োজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়