ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ছিল ২ উপজেলা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:১৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন ছিল ২ উপজেলা

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

অগ্নিকাণ্ডের কারণে পলাশ ও কালীগঞ্জ উপজেলায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ ছিল না। 

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, আজ ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে আগুন লাগে। আমাদের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।”

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

তিনি জানান, আগুন লাগায় সাড়ে চার ঘণ্টার মতো পলাশ ও কালীগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঢাকা/হৃদয়/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়