একটি থেকে আগুন ছড়াল ছয় গুদামে, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় এক গুদামে লাগা আগুন আরো ছয় গুদামে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মহানগরীর আমবাগ নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরো ৬টি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘‘একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা আশপাশের আরো কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’’
ঢাকা/রেজাউল/রাজীব