ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোসলে নেমে কুমার নদে প্রাণ গেল দাদি ও ২ নাতির

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫
গোসলে নেমে কুমার নদে প্রাণ গেল দাদি ও ২ নাতির

ফরিদপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত কুমার নদ

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর গ্রামের কুমার নদে গোসল করতে নেমে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দাদি-নাতির মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ হয় অপর এক শিশু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, “আজ সকাল ১১টার দিকে স্পিডবোটের সাহায্যে নদীতে উদ্ধার অভিযান চালানোর সময় নিখোঁজ শিশু সোয়াদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

আরো পড়ুন:

মারা যাওয়া তিনজন হলেন- পশ্চিম ভাসানচর গ্রামের তৌসিফ (৭), সোয়াদ (৬) ও তাদের দাদি মালেকা বেগম (৬৮)।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে মালেকা বেগম তার দুই নাতি তৌসিফ ও সোয়াদকে নিয়ে কুমার নদে গোসল করতে যান। একপর্যায়ে দুই শিশু পানিতে ডুবে যেতে থাকলে তাদের বাঁচাতে এগিয়ে যান মালেকা বেগম। এরপর তিনজনই নিখোঁজ হন। তৌসিফ ও সোয়াদ ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

তিনি আরো জানান, নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেনি। বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুইটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে মরদেহ দুইটির পরিচয় শনাক্ত করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী বলেন, “গতকাল বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে। সন্ধ্যা ৬টার দিকে আমরা মালেকা বেগম ও তৌসিফের লাশ উদ্ধার করি।” 

ঢাকা/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়