ধর্ষণবিরোধী মহাসমাবেশ
খাগড়াছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করে জুম্ম ছাত্র-জনতা
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং পাহাড়ে নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে বিক্ষোভ মহাসমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা ও উক্যনু মারমা।
বক্তারা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ায় ধর্ষণকারীরা বার বার পার পেয়ে যায়। এ কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বার বার ঘটে।
ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিরা। এ দাবিতে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছেন তারা।
সমাবেশ চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি টহল গাড়ির ওপর হামলা চালায়।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট টিউশন শেষে বাড়িতে ফেরার পথে এক স্কুলছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে একদল দৃর্বৃত্ত। এর প্রতিবাদে আন্দোলন করে আসছে জুম্ম ছাত্র-জনতা নামের সংগঠনটি।
ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা তিন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন। সেনাবাহিনী একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে আদালতে তোলা হয়েছে। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকা/রূপায়ন/রফিক