ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না: রুবেল

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৫  
নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না: রুবেল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, ‘‘দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তারা সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না।’’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

রুবেল বলেন, ‘‘আমরা সবাই ধানের শীষের কর্মী। আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সঙ্গে এক হয়ে দলের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। তবে, আপনাদের দলের জন্য এগিয়ে আসতে হবে।’’

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

ঢাকা/তারিকুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়