ধামরাইয়ে শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার ৩
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঢাকার ধামরাইয়ে শাকিল হোসেন (২৬) হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। তার আগে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে শাকিল হোসেনকে কুপিয়ে জখম করা হয়।
নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘জমি নিয়ে বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
মামলার এজাহার সূত্রে জানা যায়, খাগাইল গ্রামের মুকুল, রুবেল, স্বপন গংদের সঙ্গে শাকিল হোসেন গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার রাত ১০টার দিকে খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে পূজামণ্ডপ দেখে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে সিংশ্রী বাজারের পাশে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে রেফার করেন চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঢাকা/সাব্বির/রাজীব